ফুলগাজীর সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার (২ মার্চ) এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু নুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ফুলগাজী থানায় দায়েরকৃত নারী ও শিশু দমন নির্যাতন আইনে দায়েরকৃত দুটি মামলায় এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।

সেহেতু নুরুল ইসলাম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে তার স্বীয় পদ হতে সাময়িক বহিষ্কার করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে নুরুল ইসলাম জানান, উক্ত আদেশের বিরুদ্ধে তিনি স্বল্প সময়ের মধ্যে উচ্চ আদালতে রিট করবেন।