সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মধ্যম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার না থাকায় বিদ্যালয় প্রাঙ্গণে কলা গাছ দিয়ে তৈরি শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবাবপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও ৪৯ বছরেও নির্মাণ করা হয়নি কোন শহীদ মিনার।

তবে মায়ের ভাষার প্রতি মমত্ববোধে উদ্বুদ্ধ হয়ে কলা গাছ দিয়ে নিজেরাই বিদ্যালয় প্রাঙ্গণে কাগজে মুড়িয়ে প্রতীকী শহীদ মিনার তৈরি করেছে ক্ষুদে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী সায়মা আক্তার জানান, তাদের বিদ্যালয়ে যেহেতু শহীদ মিনার নেই তাই তারা সহপাঠীদের সাথে নিয়ে সবাই মিলে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোঃ একরামুল হক কিশোর বলেন, শহীদ মিনার মূলত একটা প্রতীক মাত্র। তাই ইটের হোক আর কলা গাছেরই হোক, শ্রদ্ধা নিবেদনটাই মূখ্য। এটা করতে পেরে কোমলমতি শিক্ষার্থীরা অনেক তৃপ্ত হয়েছে। শীঘ্রই বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টিতে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া সোনাগাজী উপজেলায় যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেগুলোতে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।