২৬ নভেম্বর, ২০১৯ ।। সাংস্কৃতিক প্রতিবেদক ।।


আবহমান বাংলার উঠোন কেন্দ্রিক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।


মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের তুলবাড়িয়া গ্রামের চেওড়িয়ার বটতলায় ‘উঠোন সাংস্কৃতিক অনুষ্ঠান’র আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমী। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালাচারাল অফিসার জান্নাত আরা যুথি।

তিনি জানান, কালের আবর্তনে আবহমান বাংলার উঠোন কেন্দ্রিক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সেই হারানো সংস্কৃতিকে ফিরিয়ে আনতে ও নতুন প্রজন্মকে সেই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন।


অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় ইউপি সদস্য মুক্তিযোদ্ধা নেপাল শীল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শম্ভু বৈষ্ণব, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কালা চাঁদ, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শান্তি রঞ্জন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথ, জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক শীলা দাস, দীপন নাথ প্রমুখ।


জেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক এফ রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, আর্য সংগীত, আবৃত্তি সংসদ ও জাগরণী সংগঠনের শিল্পীরা আঞ্চলিক গান, কবিতা ও নাচ পরিবেশন করে।