ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাছির উদ্দিন পাটোয়ারীর কাছ হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

এসময় পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার, সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুরে প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর কবর জেয়ারত করেন তপন। পরে বিকালের দিকে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাথে সাক্ষাত করেন তিনি।

গত শনিবার ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি খায়রুল বাশার মজুমদারকে মনোনয়ন দেন দলের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সভাপতি শেখ হাসিনা।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ নভেম্বর, আপীল দায়ের ১৮-২০ নভেম্বর, আপীল নিষ্পপ্তি ২১-২২ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর, প্রতীক বরাদ্দ ২৪ নভেম্বর ও ১০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ফেনী সদর উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে অথবা নির্বাচনের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।