মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ফেনীর পরশুরামে ৪ প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

সোহেল চাকমা জানান, আজ দুপুরে পরশুরাম বাজারে ও সীমান্তবর্তী সুবার বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে সুবার বাজারে মূল্য তালিকা না থাকায় ইয়াছিন স্টোরকে ২ হাজার টাকা, মিন্টু স্টোরকে ৩ হাজার টাকা ও পরশুরাম বাজারে ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সুবার বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় কাজল মেডিকেল হলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিয়মানুযায়ী ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গাফফারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।