ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর কাছে মিথ্যা নালিশ জানাতে এসে ধরা পড়ল শর্শদীর ইউনিয়নের ৬ যুবক। আজ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার ৭টার দিকে তাদের ফেনী মডেল থানায় সোপর্দ করেন সাংসদ।

আটককৃতরা হল শর্শদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শেখ আহম্মদ পাটোয়ারীর ছেলে রিয়াজ, জয়নাল আবেদীনের ছেলে মোঃ আলাউদ্দিন, শামসুল হুদার ছেলে শাহাদাত হোসেন, মৃত আরব আলীর ছেলে আবদুল হাকিম, মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ ইয়াছিন (হুজুর) ও ৮নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আবদুল জলিলের ছেলে মোঃ মনির।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওমর হায়দার জানান, রবিবার শর্শদির নুরুল ইসলাম মাস্টার বাড়ির মনোয়ারা বেগম (৫০) নামে একজন নারী তার ঘরে অনধিকার প্রবেশ, তাকে মারধর, শ্লীলতাহানি এবং চুরির অভিযোগ এনে ৭ যুবকদের বিরুদ্ধে মামলা করে। এর মধ্যে মোজাম্মল হকের ছেলে অপু পলাতক রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকার কয়েকজন যুবক সদলবলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ আলী মেম্বারকে তার বাড়ির সামনে তুলে এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। তারা তাকে হাত পা বেঁধে মারধর করতে থাকে। এরপর লোকজন মারার কারণ জানতে চাইলে ওই যুবকরা জানায়, তারা ওই বৃদ্ধকে পাশের বাড়ির একটি মহিলার ঘর হতে অসামাজিক কার্যকলাপ করার সময় হাতেনাতে ধরেছে। তাদের নির্যাতন হতে বাঁচতে বৃদ্ধ তা স্বীকার করতে বাধ্য হন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলমকে বিষয়টি জানালে তিনি এতে সন্দেহ প্রকাশ করেন। এ ঘটনায় গতকাল রবিবার ওই মহিলা ওই যুবকদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

আজ সোমবার সন্ধ্যার দিকে আলী মেম্বার এসে শহরের মাষ্টারপাড়ায় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সাথে দেখা করে এ ঘটনার বিচার প্রার্থনা করেন। এ ঘটনা জানতে পেরে ওই যুবকরাও এসে সাংসদের কাছে ওই বৃদ্ধ সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়ে নালিশ জানান। তখন নিজাম উদ্দিন হাজারী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ডেকে ঘটনার বিস্তারিত জানেন। পরে যুবকদের অপকর্ম সম্পর্কে জানতে পেরে তিনি ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেনকে ডেকে এনে তাদের পুলিশের হাতে তুলে দেন।

এদিকে শুক্রবার রাতে বিবাদি ইয়াছিন, মনোয়ারা বেগমের ভাই সরওয়ার আলম ও বদিউর রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ দায়ের করেছে। এ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শহীদ বিশ্বাস জানান, তদন্ত সাপেক্ষে সত্যতা নিশ্চিত করা যাবে।