ফেনী জেনারেল হাসপাতালে এক অজ্ঞাত ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম। তিনি জানান, সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে রেলওয়ে পুলিশের সদস্যরা। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় তার শরীরে ওপিসি নামক একপ্রকার ক্যামিকেল এর গন্ধ পাওয়া যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে হলে ময়নাতদন্ত করতে হবে। তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনী রেলওয়ে পুলিশের সদস্য মোঃ মামুনুর রশিদ জানান, সকাল বেলা স্টেশনের প্লাটফর্মে একজন লোক পড়ে কাতরাচ্ছে দেখতে পেয়ে উপস্থিত লোকজন পুলিশকে জানায়। পরে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এখন পর্যন্ত তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তার পকেটে লক্ষীপুরের একটি বাসের টিকেট পাওয়া গেছে।