ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দাগনভূঞায় বিক্ষোভ করেছে তৌহিদী জনতা ও কওমী মাদ্রাসা ঐক্য পরিষ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিলটি আশরাফুল উলুম মাদ্রাসা থেকে শুরু হয়ে দাগনভূঞা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে এ ঘটনার তীব্র নিন্দা জানান অংশগ্রহণকারীরা।

দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইউসুফ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আবদুল কাইয়ুম মামুন, মাওলানা আতিক উল্যাহ আল মামুন, মুফতি কামরুল হাছান, মাওলানা ওলি উল্যাহ, মুফতি আতা উল্যাহ, মুফতি নিজামুল ইসলাম, ব্যবসায়ী শেখ শাহাদাত হোসেন ও ব্যবসায়ী নজরুল প্রমুখ। শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করা হয়।