২৩ নভেম্বর, ২০১৯

।। শহর প্রতিনিধি।।


ফেনীর প্রবীণ শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ডি.এম একরামুল হক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ফেনী কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতালে সিসিইউ’র ১০৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইমাম হোসেন জানান, তাঁর শরীরে কোন প্রকার এন্টিবায়োটিক কাজ না করায় তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।


তার বড় ছেলে এমরানুল হক জানান, তিনি দীর্ঘদিন যাবত ঢাকায় চিকিৎসধীন ছিলেন। তিনি আরও জানান, ক্যান্সার আক্রান্ত হওয়ায় ৬টি কেমোথেরাপি দেয়া হয়েছে। একরামুল হক জানান, ক্যান্সার নিয়ন্ত্রণ করা গেলেও গলব্লাডারে ইনফেকশান নিয়ন্ত্রণ করা যায় নি। গত ৫ দিন ধরে শারীরিক নড়াচড়া ছাড়া তিনি কোন কথাবার্তা বলতে পারছেন না।


ডি.এম একরামুল হক ফেনী জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সদস্য হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ বছর লস্করহাট বেগম সামছুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।