ফেনীতে দুই মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে শহরের জেল রোড সংলগ্ন পিটিআই এর সামনে অস্বাভাবিক আচরণ করতে দেখায় সদরের তুলাবাড়ির কালিদাস ও শহরের আরামবাগের তারেক নামে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এসময় তাদের কাছে অস্বাভাবিক আচরণের কারণ জানতে চাইলে মাদক সেবন করেছে বলে তারা ভ্রাম্যমান আদালতের কাছে স্বীকার করে। পরে আটক করে তল্লাশী চালিয়ে তাদের কাছে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তাই মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাদের প্রত্যেককে এক মাস কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর পরিদর্শক অমর কুমার সেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।