সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ফেনীর ছাগলনাইয়ায় ৪ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১৮ অক্টোবর) উপজেলার জমাদ্দার বাজারে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ দুপুর ১টা হতে ২টা পর্যন্ত ওই বাজারে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতি কেজিতে ৩০ টাকা সরকার নির্ধারিত দামের চেয়ে ৪৫-৫০ টাকা দামে আলু বিক্রি করছে ব্যবাসায়ীরা। তাই বেশি দামে আলু বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারের চার খুচরা ব্যবসায়ী তাজুল ইসলামকে ৫শ , আলমগীর হোসেনকে ২ হাজার, মিয়া সওদাগরকে ১ হাজার ও বাবুল মিয়াকে ১হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।