ছাগলনাইয়ায় ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার বিভিন্ন স্থানে প্রকল্পগুলোর উদ্বোধন করেন সাংসদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকাল ৪টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের নজু ফরায়েজী রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন সাংসদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫০মিটার দৈর্ঘ্যবিশিষ্ট রাস্তাটির উন্নয়ন ও সম্প্রসারণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩১ লাখ টাকা।

অন্যদিকে একই ইউনিয়নের মরহুম আব্দুল হক পাটোয়ারী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪৪০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট রাস্তাটির উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৩ লাখ টাকা।

এরপর বিকাল ৫টার দিকে রেজুমিয়া-বেতুমিয়া সাহেব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৫০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট রাস্তাটির উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৭ লাখ টাকা।

প্রকল্পগুলো উদ্বোধনকালে এলাকার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সাংসদ শিরীন আখতার। তিনি বলেন, উন্নয়নের রেকর্ড গড়ে চলেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে শেখ হাদিসনার নির্দেশনা মোতাবেক আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

এসময় ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলসহ উপজেলা জাসদের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় শুদ্ধি অভিযানের দাবিতে ছাগলনাইয়ার শূণ্য রেখায় উপজেলা জাসদ আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিরীন আখতার এমপি। এসময় ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান মন্ত্রীসভায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান শিরীন আখতার এমপি।

উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার জানান, ধর্ষক, দুর্নীতিবাজ, লুটেরা, গুন্ডাদের রাজনৈতিক প্রশাসনিক পৃষ্ঠপোষকদের শুদ্ধি অভিযান চালুর দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপজেলা জাসদ, জাতীয় নারী জোট, জাতীয় শ্রমিক জোট, জাতীয় যুব জোট ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।