ছাগলনাইয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ এ প্রতিপাদ্যে এবং ‘সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

বক্তব্য রাখেন পৌর মেয়র এম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন সহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিটি সরকারী অফিস, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে সর্বস্তরের মানুষ যাতে সকল প্রকার তথ্য সহজভাবে পেতে পারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বক্তরা এমন প্রত্যাশা রাখেন। এছাড়াও সভায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান বক্তারা এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।