আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের উপদেষ্টা মুফতী আলাউদ্দীন জিহাদির মুক্তির দাবিতে ফেনীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক্য পরিষদ ফেনী জেলা।

আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের ট্রাংক রোডের প্রদক্ষিণ দোয়েল চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক্য পরিষদ ফেনী’র সভাপতি আল্লামা এম. এম মনসুর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনীর সভাপতি মাওলানা মহিউদ্দিন।

সমাবেশে মাওলানা এম এ মনসুর মোল্লা বলেন, দেশের বরেণ্য আলেমে দ্বীন মুফতি আলাউদ্দীন জিহাদিকে দেশদ্রোহী কওমী অপশক্তির সাজানো মামলায় আটক করে রিমান্ড হয়রানি করছে করছে সরকার। হেফাজতের আমির মাওলানা শফির মৃত্যু রহস্য আড়াল করতে জিহাদীর বিরুদ্ধে মামলা করেছে বলে দাবি করেন তিনি।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কওমীরা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। এরা কওমী ধ্যান ধারনা সম্পন্ন উগ্রপন্থী সম্প্রদায়। কওমী শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গি তৈরির ট্রেনিং সেন্টার বলে উল্লেখ করেন বক্তারা। অনতিবিলম্বে আলাউদ্দীন জিহাদীকে মুক্তি না দিলে কঠিনতর আন্দোলনের হুশিয়ারী সুন্নী মতাদর্শের নেতারা।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা বদিউজ্জামান হামদানী, ফেনীর সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আলম, মাওলানা জাকির হোসাইন, আল্লামা জসিম উদ্দিন, ইসলামী ছাত্রসেনা ফেনীর সভাপতি কামর উদ্দিন তারেকসহ আহলে সুন্নাত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার ফেসবুকে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগ এনে মুফতী আলাউদ্দীন জিহাদিসহ ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ। ওইদিনই তাকে গ্রেফতার করে পুলিশ।