সংকটাপন্ন করোনা রোগীর চিকিৎসায় ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালকে প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল হতে দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

এসময় উপস্থিত ছিলেন ফেনীর নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বৈশ্বিক মহামারিতে ফেনীর মানুষের পাশে থাকতে এবং ফেনীবাসীর স্বাস্থ্যসেবায় প্রধানমন্ত্রী এ উপহার প্রদান করেছেন।

সিভিল সার্জন বলেন, ফেনী একমাত্র জেলা যেখানে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু রয়েছে। ফলে করোনা রোগীর শ্বাসকষ্টে উন্নত চিকিৎসা উপজেলাতেই সম্ভব হচ্ছে।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী জানান, হাসপাতালে মোট ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংযোজিত হচ্ছে। করোনায় সংকটাপন্ন রোগীর চিকিৎসায় অপরিহার্য প্রযুক্তিটি যুক্ত হলেও এগুলো পূর্ণ ব্যবহারে লিক্যুইড অক্সিজেন ট্যাংক বিকল্পহীন। প্রয়োজনীয় অক্সিজেন না হলে রোগী সেবা প্রাপ্তি হতে বঞ্চিত হবে।

লিক্যুইড অক্সিজেন ট্যাংক স্থাপন প্রসঙ্গে হাসপাতাল তত্ত্বাবধায়ক জানান, করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিশেষ প্রকল্পের আওতায় ফেনীতেও ট্যাংক স্থাপনের কথা রয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম পরিচালিত সালেহ উদ্দিন হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ফেনী জেনারেল হাসপাতালকে প্রদান করা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রুপ একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার প্রদান করেছে।