ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানের ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের ট্রাংক রোড এবং পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় পৃথক অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।

সহকারি পরিচালক জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ট্রাংক রোডের দৌলত ফার্মেসীকে ৩ হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়া অপর অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার দায়ে পুরাতন পুলিশ কোয়ার্টার এ আলী ফুড’র ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মালিক পক্ষকে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানে ফার্মেসীগুলোতে বিভিন্ন সুরক্ষা সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা যাচাই করা হয় এবং ধার্যকৃত মূল্যের চাইতে বেশি মূল্যে বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান সোহেল চাকমা।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।