দাগনভূঞার বেকের বাজারে ডাকাতির সময় নৈশপ্রহরী হত্যা ও এ ঘটনার মূলহোতা মোঃ রিয়াজ ওরফে মফু (২৮) ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) অভিযান চালিয়ে তাকে খুলনার ফুলতলী হতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম সিকদার।

ওসি জানান, লক্ষীপুরের চন্দ্রগঞ্জের কুলাখালী ইউনিয়নের পশ্চিম নলডগী গ্রামের খলিফার বাড়ির নুরুল হুদার ছেলে মফু ছিল ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকের মালিক ও চালক। তারই পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাত দলটি বেকের বাজারে লুটপাটের চেষ্টা চালায়। ঘটনার পর থেকে সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। পরে অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে খুলনায় অভিযান চালায় পুলিশের একটি দল।

আজ শনিবার (২২ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ২৫ জুন ভোর রাতে দাগনভূঞার বেকের বাজারে ডাকাতির চেষ্টাকালে বাধা দেয়ায় আবদুল মান্নান (৫০) নামে এক নৈশপ্রহরীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ডাকাত দল। এসময় পুলিশের সাথে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত হয়। ঘটনাস্থল হতে একটি পাইপগান, ৩টি বড় ছুরিসহ ডাকাতির সরঞ্জাম এবং ব্যবহৃত ট্রাকটি জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।