বিএসটিআই’র অনুমোদন না থাকায় নুরানী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী নামে ফেনীর একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস এ জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস জানান, ভেজালবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই নোংরা পরিবেশে খাবার তৈরি ও সরবরাহ করার অভিযোগে ওই বেকারির মালিক মোহাম্মদ নয়নকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে বিএসটিআই অনুমোদন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দেয়া হয়।

অভিযানে বিএসটিআই পরিদর্শক জিল্লুর রহমানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।