নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীতে ডুবে নিহত দাগনভূঞার তিন যুবকের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

আজ রবিবার (১৬ আগস্ট) সকালে সমবেদনা জানাতে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামে ছুটে গিয়েছেন জেলা প্রশাসক।

এসময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।  নিহতদের পরিবারের সদস্যদের সান্তনা জানান। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ হতে প্রত্যেক পরিবারকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান ও ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ২২ ঘন্টা ধরে অভিযান চালিয়ে নিহত তিন পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

আজ সকাল ৭টার দিকে ঘটনার ২২ ঘণ্টা পরে ওমান প্রবাসী মোঃ আনোয়ার হোসেনের এবং দুপুর ১২টায় বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে ঘটনার ৭ ঘণ্টা পর শনিবার বিকেল ৪টার দিকে নজরুল ইসলাম স্বপনের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিন যুবকই দাগনভূঁঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের বাসিন্দা।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান, নিখোঁজ তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে দলবেঁধে ঘুরতে যান ওই তিন পর্যটক। এক পর্যায়ে পশ্চিম অংশে ছোট ফেনী নদীর মিষ্টি পানিতে মাছ ধরতে নামলে হঠাৎ জোয়ারের পানিতে তলিয়ে যান তারা। ঘটনার পর থেকেই তাদের উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডবুরী দল।