ছাগলনাইয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় মিজানুর রহমান (৩৮) নামে এক বালু ব্যবসায়ীর ৭০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার মহামায়া ইউনিয়নের ফুলছড়ি খালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোমায়রা ইসলাম অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওই ইউনিয়নের ফুলছড়ি খাল হতে পৌরসভার মটুয়া গ্রামের আবু তাহেরের ছেলে মিজানুর রহমান অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছিলেন। তাই বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ওই ব্যক্তির ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযানে করোনা বিস্তার রোধ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে সচেতন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।