১৮ নভেম্বর,২০১৯

।।শহর প্রতিনিধি
পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও কৃষকদের পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার (১৮ নভেম্বর) শহরের তাকিয়া রোড থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোডে বড় মসজিদের সামনে এসে শেষ হয়।

জেলা আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপত্তিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, আলাউদ্দিন গঠন, ফেনী পৌর বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুইয়া, যুবদলের সভাপতি জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, ফেনী পৌরসভার সাবেক কমিশনার মনির আহম্মদ বাচ্চু।

মিছিলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, অসাধু সিন্ডিকেট ও ব্যবসায়ীরা পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। এতে দেশের মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে। পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার আহ্বান জানান তারা।