গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৪৮৭ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৩৯৯ জনে।

আর মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন।

আজ রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০,৭৫৯টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত হয়। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯ টি।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে নতুন শনাক্তের হার ২৩.১২ শতাংশ। আর এ পর্যন্ত করা মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.৪৪ শতাংশ।

নতুন করে মারা যাওয়াদের মধ্যে ৩১ জনই পুরুষ।

আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৭৬৬ জন। কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।