ফেনীতে অসহায় ও সুবিধাবঞ্চিত ২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছে স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ সোমবার (৩ আগস্ট) ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সহযোগিতায় ফেনীর বিভিন্ন এলাকায় এসব খাবার বিতরণ করা হয়েছে।

সহায়’র সাধারণ সম্পাদক দুলাল তালুকদার জানান, ‘অতিথি আপ্যায়ন’ নামে ব্যানারে আজ সকাল থেকে ফেনীর মহিপাল, লালপুল বেদে পল্লী, ধর্মপুর আশ্রায়ন ও আবাসন, জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী ও রেলস্টেশনের আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ প্যাকেট করা খাবার বিতরণ করা হয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে সংগঠনের এক টাকার আহার কর্মসূচির আওতায় ফেনীতে এসব খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয়। এর নাম দেয়া হয় অতিথি আপ্যায়ন।

এসময় উপস্থিত ছিলেন খাবার বিতরণকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে গোলাম সরোয়ার রতন, মাইন উদ্দিন সুমন, সহায়ের সভাপতি মন্জিলা মিমি, সহ সভাপতি জুলহাস তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।