ভাম্যমান আদালতের অভিযানে নানা অনিয়মের দায়ে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ফেনী আল বারাকা হাসপাতালের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকালে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মোতাছেম বিল্যাহ এ জরিমানা করেন।

তিনি জানান, অভিযানে হাসপাতালটিতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এ জরিমানা করা হয়। হাসপাতালে গিয়ে দেখা যায়, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স ছাড়াই প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া অস্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনা, অপরিচ্ছন্ন অস্ত্রোপচার কক্ষ, রেডিওগ্রাফারের সনদ না থাকা, মুল্য তালিকা সঠিকভাবে না থাকাসহ নানাবিধ কারণে এ জরিমানা করা হয়েছে।

মোতাছেম বিল্যাহ আরও জানান, অভিযানে প্রতিষ্ঠানটির সেবার মান ও সামগ্রিক অবস্থা উন্নয়নের জন্য দুই সপ্তাহ সময় দিয়েছে ভ্রাম্যমান আদালত।
অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শরফুদ্দিন মাহমুদসহ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের কর্মচারীরা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয়।