মুজিববর্ষে ফেনীতে ১ লাখ ৮০ হাজার চারা রোপনের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। দেশব্যাপী প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২টায় শহরতলীর কাজিরবাগ ইকো পার্কে চারা রোপন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেবনাথ প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, আজ প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষে চারা রোপন কর্মসূচি উদ্বোধনের পর ফেনীতে গাছের চারা রোপন করা হয়েছে। প্রত্যেক উপজেলায় ৩০ হাজার করে চারা রোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বনজ, ফলদ ও ঔষধি এ তিন ধরণের চারা সকল সরকারি প্রতিষ্ঠান, শিক্ষালয়ে রোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে সবুজ বনায়ন অর্জন হবে। জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব রোধে গাছগুলো একসময় সহায়তা দেবে। পাখির নিরাপদ আবাস নিশ্চিত হবে।

বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাকসুদ আলম জানান, মুজিববর্ষে এক কোটি চারা রোপনের অংশ হিসেবে ফেনীর প্রত্যেক উপজেলায় ২০ হাজার ৩২৫টি চারা বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রেরিত তালিকা অনুযায়ী তা বিতরণ করা হয়েছে। এছাড়াও ফেনী ৫৪ কিলোমিটার বনায়নের প্রতি কিলোমিটারে এক হাজার চারা ইতোমধ্যে রোপন করা হয়েছে।

তিনি জানান, ফেনীর তিন এমপির অনুকূলে আরও ১৫ হাজার চারা বরাদ্দ রয়েছে।