হোটেল ভর্তি লোকজন। সামাজিক দুরত্বের কথা মাথায় নেই কারো। এক টেবিলে ৩/৪ জন করে খাওয়া দাওয়া করছে। কর্মচারীদের কারো মুখেই নেই মাস্ক।

আজ মঙ্গলবার ( ১৪ জুলাই) বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে এমন চিত্র দেখা গেছে শহরের ট্রাংক রোডের নবী হোটেল ও রহমানিয়া হোটেলে। তাই স্বাস্থ্যবিধি না মানায় ওই দুই হোটেলের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ।

মৌমিতা দাশ জানান, করোনা সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ অভিযানে বের হয় ভ্রাম্যমান আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ওই দুই হোটেলকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুসারে প্রত্যেককে ১০হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে হোটেল পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।