১৫ নভেম্বর,২০১৯

।।নিজস্ব প্রতিবেদক।।


‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক তরুণ সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ফেনী রিপোর্টার্স ইউনিটি। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী কর্মশালার উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও এনটিভির ফেনী জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন।


রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসস’র ফেনী জেলা প্রতিনিধি আরিফুল আমীন রিজভীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী কার্ডিয়াক সেন্টার ও স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মুসা হাসনাত।


প্রথম দিনে দুই পর্বে কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন ও মোহনা টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শহিদুল আলম ইমরান।


কর্মশালার প্রথম পর্বে সংবাদ ও সাংবাদিকতার ধারণা, বৈশিষ্ট্য, উপাদান, সূত্র-উৎস ও সাংবাদিকতার বিভিন্ন প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় সর্ম্পকে আলোচনা করেন প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।


দ্বিতীয় পর্বে ইলেট্রনিক্স মিডিয়ায় সংবাদ, ভিডিওগ্রাফি ও কলাকৌশল সম্পর্কে সবিস্তারে ব্যাখ্যা করেন প্রশিক্ষক শহিদুল আলম ইমরান।
আগামীকাল শনিবার দুই পর্বে প্রশিক্ষণ শেষে ২৯ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণের মাধ্যমে দুইদিন ব্যাপী কর্মশালা সমাপ্ত হবে।

কর্মশালায় তরুণদের পাশাপাশি তরুণীরাও অংশ নেয়।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক নয়াপয়গাম পত্রিকার সম্পাদক এনামুল হক পাটোয়ারী, এটিএন বাংলা ও নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম, ইনকিলাবের জেলা প্রতিনিধি মো: ওমর ফারুক, সাপ্তাহিক নির্ভীক পত্রিকার সম্পাদক জাফর সেলিম,আলোকিত বাংলাদেশ পত্রিকার ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন,৭১ টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, বণিক বার্তার ফেনী প্রতিনিধি নুরুউল্লাহ কায়সার,ভোরের ডাকের ফেনী প্রতিনিধি ছমির উদ্দিন প্রমুখ।