পরশুরামের খন্ডল হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষক তাজুল ইসলাম বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

তার ছেলে এনআরবি গ্লোবাল ব্যাংক কর্মকর্তা মইনুল ইসলাম মাসুদ জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে গত রবিবার ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ৬২৬নং কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

তার এক ছাত্র পেয়ার আহম্মদ বাবলু জানান, তাজুল ইসলাম স্যার গুথুমা খান বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ে তার শিক্ষকতা শুরু করেছিলেন। গত ২০০৯ সালে তিনি খন্ডল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসাবে অবসর গ্রহণ করেন। ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ পরশুরামের অনেক কীর্তিমান ব্যক্তির শিক্ষাগুরু ছিলেন তিনি।

তার বাড়ি পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে। প্রবীণ এই শিক্ষকের সুস্থতায় কামনায় তার ছেলে মইনুল ইসলাম মাসুদ সকলের কাছে দোয়া কামনা করেছেন।