ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ৩০ কেজি গাঁজাসহ মোঃ সালাউদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার ( ২ জুলাই) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান।

তিনি জানান, মাদক পাচারের গোপন খবর পেয়ে মহিপালে অভিযান চালায় র‌্যাব-৭ সদস্যরা। এসময় ওই স্থানের ফাইভ ষ্টার রেষ্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে হতে পালিয়ে যাবার চেষ্টাকালে সালাউদ্দিনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি চটের বস্তার ভেতর হতে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় আনুমানিক ৬ লক্ষ ৬০ হাজার টাকা মুল্যের গাঁজা জব্দ করে র‌্যাব। সে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুরের মৃত সুফি সিরাজের ছেলে।

মোঃ নুরুজ্জামান জানান, সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।