করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী ফেনীর দুই সাংবাদিক নুরুল করিম মজুমদার ও মীর হোসেন মীরু। আজ শুক্রবার ( ৩ জুলাই) সকালে তাদের দুজনকেই ঢাকার দুটি পৃথক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই ফেনী প্রেসক্লাবের একাধিকবার সভাপতি ছিলেন।

পরিবার সূত্র জানায়, ২৭ জুন ফেনীর বহুল প্রচারিত পত্রিকা সাপ্তাহিক হকার্স এর প্রকাশক ও সম্পাদক নুরুল করিম মজুমদারের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে চিকিৎসকের পরামর্শে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করলে তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে এবং তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে আজ ঢাকার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।

অন্যদিকে সাপ্তাহিক ফেনী বার্তার সম্পাদক মীর হোসেন মীরুর অবস্থাও আশংকাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আজ সকালে তাকে ঢাকার এএমজেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ দুই গুণী সাংবাদিকের অসুস্থতার খবরে ফেনীর গণমাধ্যমকর্মীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। ফেনীর একাধিক গণমাধ্যমকর্মী তাদের পরিচর্যায় নিজেদের সমৃদ্ধ করেছেন।