ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সাবেক আমলা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পিতা পরশুরাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২১ জুন) বাদ মাগরিব উপজেলা পরিষদ জামে মসজিদে পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক কন্ট্রাকটার, পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদ উল্লাহ মজুমদার, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইয়াছিন শরীফ মজুমদার, সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, সহ-সভাপতি আবদুল মান্নান লিটন, আবদুল নঈম স্বপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল করিম মজুমদার নিহাদ, কামরুল হাসান শাহ্, পৌর যুবলীগের সভাপতি শফিকুর রহমান কামরুল, সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী প্রমুখ অংশ নেন। 

এতে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ ইব্রাহিম হোসেন মজুমদার।

একইসাথে মাহফিলে সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আক্রামুজ্জামানের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

একইদিন তার সুস্থতা কামনায় বাদ আসর পরশুরাম পাইলট স্কুল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। এতে দোয়া পরিচালনা করেন মাও ইসমাইল হোসেন ক্বারি।

দোয়া অনুষ্ঠানে পরশুরাম পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদ মজুমদার, সাধারণ সম্পাদক রসূল আহমেদ মজুমদার স্বপন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, সাংগঠনিক সম্পাদক নিহাদ মজুমদার, কামরুল হাসান শাহ, পৌর যুবলীগের সভাপতি কামরুল, সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সাকিবসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

উল্লেখ্য, গতকাল রাতে অসুস্থ্য হয়ে পড়লে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক সালেহ উদ্দিন চৌধুরীকে ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি এভার কেয়ার (এপোলো) হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।