কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা গেলে ফেনী পৌরসভার পক্ষ থেকে মিলবে বিনামূল্যে ফ্রী লাশবাহী পরিবহন সেবা। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।


তিনি বলেন, ফেনী পৌরসভা বসবাসরত মানুষের জন্য ন্যূনতম খরচে এবং সামর্থ্যহীন মানুষের জন্য বিনামূল্যে ফ্রি এম্বুলেন্স সেবা দিয়ে থাকে ফেনী পৌরসভা। এছাড়াও মরদেহ পরিবহনে ফেনী পৌরসভা ফ্রিজার গাড়ি সেবা দিয়ে থেকে। করোনা আক্রান্ত হয়ে ফেনীতে কেউ যদি মৃত্যুবরণ করেন তবে লাশ পরিবহনে ফেনী পৌরসভা এগিয়ে আসবে।


ফেনী পৌরসভার পক্ষ থেকে এ সেবা প্রসঙ্গে মেয়র বলেন, করোনাভাইরাস নিয়ে মানুষ খুবই শংকিত, এটি সাংঘাতিক ছোঁয়াচে। এমতাবস্থায় এ রোগে মৃত্যুবরণ করলে মরদেহের যেন অযত্ন না হয়, অবহেলা অবহেলা না হয় সেজন্য এ সেবা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।