সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়ায় করোনাভাইরাস আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা ৯জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফুদ্দিন মাহমুদ জানান, সংগৃহীত ৯ জনের মধ্যে ৬জন হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের কর্মী, বাকী ৩জন সোনাগাজী ক্লিনিকের ৩জন কর্মী। তাদের নমুনা সংগ্রহ করে আজ বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। তিনি জানান, আগামীকাল বুধবার ওই আক্রান্ত যুবকের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।


এদিকে আজ বিকাল ৪টার দিকে ওই আক্রান্ত যুবককে জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল ফেনী ট্রমা সেন্টারে আনা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।


গতকাল ফেনীতে করোনাভাইরাস আক্রান্ত ২য় ব্যক্তির কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এর আগে গত বৃহস্পতিবার ফেনীর ছাগলনাইয়ায় জেলার প্রথম করোনা আক্রান্ত রোগীর শনাক্ত হয়। তার দুজনেই বর্তমানে ট্রমা সেন্টারের আইসোলেশনে রয়েছেন।