খরিফ মৌসুমে আউশ প্রণোদনা পাচ্ছে ছাগলনাইয়ার তালিকাভুক্ত ১৫০ কৃষক। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদে এ কার্যক্রমের ‍উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।


অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আউশ মৌসুমে ভালো ফলনের জন্য কৃষকদের এসব প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বীজ ও সার তুলে দেয়া হচ্ছে।


উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আউশ ধান একটি সম্ভাবনাময় ধান। এই প্রণোদনা যদি এভাবে অব্যাহত থাকে ভবিষ্যতে আরো ভালো ধান উৎপাদন আশা করা যায়। তিনি জানান, আজকে বিতরণের ১ম পর্যায়ে শুভপুর ইউনিয়নের ১০ জন কৃষকের  প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন ও পৌরসভায় তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে জানান কৃষি কর্মকর্তা।