বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৫টা ৪৭ মিনিটের মিয়ানমার-ভারত সীমান্ত এলাকায় ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।


এর ফলে চট্টগ্রাম ও আশেপাশের জেলাগুলি ভূকম্পনে কেঁপে ওঠেছে। জেলার শহর ফেনীর বিভিন্ন স্থানেও এ কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

চট্টগ্রামের আবহাওয়া বিভাগ ভূমিকম্প অনুভুত হওয়ার কথা স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

প্রসঙ্গত, আজ বেলা ১২টা ৫৫ মিনিট নাগাদ পূর্ব নেপালে মাঝারি মাপের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৭। রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কি.মি. পূর্বে সিন্ধুপালচক জেলায় কম্পনের উত্‍পত্তিস্থল ছিল বলে জানা গেছে।


বিস্তারিত আসছে..