ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবদুল আউয়াল নান্নুকে যুবলীগের প্রাথমিক সদস্যপদ হতে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল) রাতে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব তার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।

জেলা যুবলীগ সূত্র জানায়, ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল উদ্ধারের ঘটনায় নান্নুর বিরুদ্ধে থানায় মামলা হওয়ায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা যুবলীগ।

এর আগে শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন অভিযান চালিয়ে ৬ বস্তা চাল জব্দ করেন। এ ঘটনায় জড়িত থাকায় জাকির হোসেন মজুমদার নামে এক প্রবাসীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অভিযান টের পেয়ে আবদুল আউয়াল নান্নু পালিয়ে যায়। রাতে ফুলগাজী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুনীল দত্ত বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।