কোভিড-১৯ নির্ণয় করার জন্য কি শুধুমাত্র RT-PCR Test যথেষ্ট? (যেই test টা করোনা ভাইরাস সনাক্তকরণে আমাদের দেশে এখন করা হচ্ছে) অথবা যেকোনো ভাবে, যেকোনো sample দিয়েই কি RT-PCR করলেই কি সঠিক রিপোর্ট আসবে?

আসুন সম্প্রতি গবেষণা থেকে জেনে নেই।

* RT-PCR টেস্টের মধ্যে ৭০% সঠিক রিপোর্ট পাওয়া গেছে চায়নাতে এবং ইতালিতে ৮০% সঠিক রিপোর্ট পাওয়া গেছে। বাকী টেস্টগুলোর রিপোর্ট false negative অর্থাৎ করোনা ভাইরাস ছিল, কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছিল।

* RT-PCR টেস্টের জন্য কোন যায়গায় থেকে sample কালেকশন করলে, কত পার্সেন্ট ঠিক রিপোর্ট পাওয়া যায়ঃ

1.Bronchoalveolar lavage fluid অর্থাৎ ফুসফুসের নিচের অংশে শ্বাসনালীর রস থেকে কালেকশন করলে ৯৩%।

2.Sputam অর্থাৎ কফ থেকে কালেকশন করলে ৭২%।

3.Nasal swab অর্থাৎ নাকের ভিতর থেকে কালেকশন করলে ৬৩%।

*RT-PCR টেস্ট ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে নিউমোনিয়া হলে, সেক্ষেত্রে CT Scan of Chest (বুকের সিটি স্ক্যান) করা হলে ৯৭% সঠিক রিপোর্ট পাওয়া যাবে।

তাহলে আমরা দেখতে পেলাম, RT-PCR টেস্ট করে নেগেটিভ হলেই আপনি করোনা আক্রান্ত নন, এটা বলার সুযোগ নেই।


সেক্ষেত্রে চিকিৎসক আপনার (লক্ষ্মণ উপসর্গ + কনটাক্ট history + RT-PCR টেস্টের রেজাল্ট + বুকের সিট স্ক্যানের রিপোর্ট) সব কিছু বিবেচনায় নিয়ে কনফার্ম করবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।

তাই যাদের লক্ষ্মণ উপসর্গ আছে, তাদের রিপোর্ট নেগেটিভ হলেও তারা যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারবেন না। তাদেরকে আইসোলেটেড (আলাদা) করে রাখতে হবে।

সুতরাং ঘরেই থাকুন

সামাজিক দূরত্ব বজায় রাখুন

ডা. মঞ্জুর আহমেদ সাকি

ট্রেজারার, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এন ডি এফ), কুমিল্লা মহানগরী

তথ্য সুত্রঃ Journal of American medical Association (March 2020)