ফেনী শহরের পূর্ব উকিল পাড়ায় একটি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন।

প্রশাসনের নির্দেশে শুক্রবার (১০ এপ্রিল) বিকালে ফেনী মডেল থানার দু'জন উপপরিদর্শক এসে ঐ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং লকডাউন লিখা সম্বলিত একটি নোটিশ সেঁটে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার ।

কাউন্সিলর গীটার জানান, গতকাল (৯ এপ্রিল) ফাজিলপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তিকে চিকিৎসা সেবা দিয়েছিলেন একজন পল্লী চিকিৎসক, যিনি শহরের এই ভবনে বসবাস করেন। এলাকার নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহযোগিতায় তাই ভবনটিকে লকডাউন করা হয়েছে। ভবনের বাসিন্দাদের খাদ্য সংকট কিংবা কোনো জরুরী প্রয়োজন দেখা দিলে তারা মোবাইলে যোগাযোগ করলে আমরা পৌঁছে দিব ।