বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ প্রতিরোধে দেশে চলছে সাধারণ ছুটি। সরকারের পক্ষ হতে গণপরিবহনে চলছে লকডাউন, বন্ধ রয়েছে জরুরী প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত অন্য ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে কর্মহীন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন হকার, দিনমজুর, ভাসমান ও নিম্ন আয়ের কর্মচারীরা।


কর্মহীন মানুষের জন্য আজ মঙ্গলবার (৭ এপ্রিল ) সকালে ফেনী শহর ব্যবসায়ী সমিতি খাদ্য সহায়তা প্রদান করেছে। শহরের আলী আহম্মদ টাওয়ারের ব্যবসায়ী সমিতির অফিসের সামনে এসব সহায়তা প্রদান করা হয়।


সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, বাজারে হকার, দিনমজুর, নিম্ন আয়ের কর্মচারী, হতদরিদ্রসহ ২ হাজার জনের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।


তিনি বলেন, কিছু নিম্ন মধ্যবিত্ত পরিবারও আমাদের কাছে ফোনে সহায়তা চেয়েছেন। তাদেরকে গোপনে সহায়তা প্রদান করা হয়েছে।


ব্যবসায়ী সমিতির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সাধারণ সম্পাদক বলেন, সামনে মাহে রমজান উপলক্ষ্যে আমরা আরও একটি কর্মসূচী গ্রহণ করবো। কিভাবে করবো সে ব্যাপারে তখন সিদ্ধান্ত নেয়া হবে।


বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাউল, আটা, আলু, চিনি, পেঁয়াজ, ডাল, তেল ও লবণ।


খাদ্য সহায়তা প্রদানকালে ফেনী শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী আরিফুল হোসেন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন আহমেদ জিতু, দপ্তর সম্পাদক আবুল কালাম হাজারী, সদস্য লোকমান হোসেন, ফরিদ উদ্দিন ভূঞা, আবদুল মন্নান ফরিদ, মিজানুর রহমানসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবিঃ দুলাল তালুকদার