শনিবার (৪ এপ্রিল) ফেনীতে সংগৃহীত ২ ব্যক্তির নমুনায় কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়নি। আজ রবিবার (৫ এপ্রিল) রাতে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন।


তিনি বলেন, সন্দেহভাজন ওই ২জনের কেউই করোনাভাইরাস সংক্রমিত নয়। তাদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।


ডাঃ সাজ্জাদ হোসেন বলেন, শনিবার ওই দুই ব্যক্তির সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছিল। তারা পরীক্ষা করে ফলাফল আমাদের জানিয়েছে।


সিভিল সার্জন বলেন, আজ আরও সর্দি জ্বর ও শ্বাসকষ্টে ভোগা চার ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু যানবাহন সংকটের কারণে তা বিআইটিআইডিতে পাঠানো যায়নি। আগামীকাল সোমবার নমুনাগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করেনা ভাইরাস বিস্তার রোধে ফেনীতে গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৭ জনকে এবং হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ১৮ জনের। এখন পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টিনে রয়েছে ১১২৮ জন এবং হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৯৬২ জনের।