করোনা ভাইরাস সংক্রমণ হতে নিরাপদ থাকতে হ্যান্ড স্যানিটাইজার জরুরী হয়ে পড়েছে। বতর্মান সৃষ্ট পরিস্থিতিতে তা বাজারে পাওয়া মুশকিল হয়ে পড়েছে। এ সংকট সমাধানে এগিয়ে এসেছে ফেনী সরকারি কলেজ রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের যৌথ উদ্যোগে বিনামুল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার বানানো হয়েছে। নাম দেয়া হয়েছে ‘হ্যান্ডিক্যাম’।

আজ সোমবার (২৩ মার্চ) ফেনী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল।

অধ্যক্ষ বলেন, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগ গ্রহণ করে রসায়ন বিভাগ। তিনি বলেন, এটি ব্যবহারের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ হতে রেহাই পেতে পারেন অনেকেই। কলেজের রসায়ন ল্যাবে তৈরিকৃত শিক্ষার্থীদের এ উদ্ভাবন সারা বাংলাদেশে একটি নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যক্ষ। একই সাথে দেশের ক্লান্তি লগ্নে এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান। এসময় আতঙ্কিত না হয়ে সকলকে সাবধান থাকার পরামর্শ দেন অধ্যক্ষ।

 


ফেনী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জহির উদ্দিন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রসায়ন বিভাগের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি বলেন, করোনা সংক্রমণের কারণে বিশ্বের উন্নত দেশগুলোও আজ অসহায়। আমরা যদি এখনও সচেতন না হই, আমাদের জন্য এটি অনেক বড় বিপদজনক হয়ে দাড়াবে। সবাইকে সতর্ক থাকার আহব্বান জানান তিনি।


রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আজিম ভূইয়া নিজেদের উদ্ভাবন সম্পর্কে বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এর নিয়ম নীতি মেনে এটি প্রস্তুত করেছি। তিনি বলেন, হ্যান্ড স্যানিটাইজার বানাতে ৮২ শতাংশ ইথানল ব্যবহার করেছি। এতে ৯৫ ভাগ জীবাণু মারা যায়। বাকি ৫ ভাগ জীবাণু ধংসের জন্য আমরা হাইড্রোজেন পার অক্সাইড ব্যাবহার করেছি। এতে হাতের আর্দ্রতা ঠিক রাখার জন্য গ্লিসারিন ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান।


তিনি বলেন, আমরা এটি তৈরী করেছি গরীব মানুষদের জন্য যাদের কেনার সামর্থ্য নেই। আমরা এই বিপদের সময় গরীব মানুষের পাশে আছি। শিক্ষার্থীদের উদ্যোগের সাথে আমরা একত্রিত হয়েছি। পৃষ্ঠপোষকতার জন্য তিনি ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মদ তপু বলেন, এমন উদ্যোগ সারা বাংলাদেশের জন্য নজির হয়ে থাকবে। তিনি ছাত্র সংসদের পক্ষ থেকে রসায়ন বিভাগকে ধন্যবাদ জানান।


রসায়ন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল করিম কাওছার ভূঁইয়া বলেন, দেশের এ বিপদের সময় রসায়ন বিভাগ ফেনী সরকারি কলেজ সবসময় গরিব অসহায় মানুষের পাশে আছে। তিনি বলেন, আমাদের উপাদান এনে দিলে, আমরা আরও বানিয়ে দিব।

ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের কার্য নির্বাহী সদস্য ও রসায়ন বিভাগ এলামনাই এসোসিয়েশনের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন শাওন বলেন, আমাদের এ উদ্যোগ হচ্ছে করোনাভাইরাস থেকে দেশের মানুষকে সতর্ক রাখা। আমরা চেষ্টা করেছি যাতে আমাদের দ্বারা গরিব মানুষ উপকৃত হয়।


অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ ফখরুল আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আক্তার হোসাইন, রসায়ন বিভাগের প্রভাষক তাছলিমা আক্তার, সুমন ঘোষ, গনিত বিভাগের প্রভাষক লিটন চন্দ্র পাল সহ রসায়ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার অধ্যক্ষের হাতে তুলে দেয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা শহরের শহীদ মিনারের সামনে রিকশাচালক পথচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে।