বেশি দামে মাস্ক বিক্রি করায় ফেনীতে ২ দোকানীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে পৃথক অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।


সোহেল চাকমা জানান, বেশি দামে মাস্ক বিক্রি করায় ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন কয়েকজন ভোক্তা। তাদের অভিযোগের ভিত্তিতে শহরের শেভরনের সামনে ছলিমা মেডিকেল হলকে ৪ হাজার টাকা এবং লস্করহাট বাজারের ১টি ফার্মেসীকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।


তিনি জানান, এছাড়া ছনুয়া ও হাজী ওসমান গণি বাজারে অভিযান চালিয়ে ২টি মুদি দোকানকে ৪ হাজার টাকা এবং শহরের বড় বাজারে আমদানিকারকের সিল ছাড়া বিদেশী কসমেটিক্স বিক্রির অপরাধে এশিয়ান কসমেটিক্সকে হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোহেল চাকমা বলেন, ‘মুজিবর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তার অধিকার’ নিশ্চিত করতে মাঠে তৎপর আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


অভিযানে জেলা ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।