ফেনীর ছাগলনাইয়া আর ভারতের শ্রীনগর সীমান্তের বর্ডার হাটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে হাট ব্যবস্থাপনা কমিটি। আজ সোমবার (৯ মার্চ) হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


গোলাম জাকারিয়া বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতামুলক বর্ডার হাট আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, হাট ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভায় হাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। ততদিন পর্যন্ত হাট বন্ধ থাকবে।


তিনি আরও বলেন, আমরা এ ব্যাপারে ভারতে চিঠি দিয়েছি। এখনও পর্যন্ত তাদের কাছ হতে কোন উত্তর পাই নি। তবে মৌখিকভাবে তাদের সাথে আমাদের আলাপ হয়েছে। আমরা আমাদের সিদ্ধান্ত ভারতকে জানিয়েছি। আশা করি তারাও এ ব্যাপারে সম্মতি দেবে।


হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় হাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এর কার্যক্রম বন্ধ থাকবে।