সোনাগাজী পৌরসভায় ১৬৭ বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকালে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব বই বিতরণ করা হয়।
পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও কাউন্সিলর শেখ আব্দুল হালিম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। বিশেষ অতিথি ছিলেন সদ্য যোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন।
পৌর মেয়র জানান, এদিন ১৬৭ জন বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতাভুক্ত করতে কাজ করছে পৌরসভা। এজন্য পৌর এলাকার ভাতা প্রাপ্তদের তালিকা করে তাদের হাতে ভাতার বই তুলে দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র শেখ কলিমুল্যাহ রয়েল, কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঁঞা, আইয়ুব আলী খাঁন, মোঃ মোস্তফাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।