৯ নভেম্বর, ২০১৯
।। সোনাগাজী সংবাদাদাতা ।।
শনিবার (৯ নভেম্বর) সকালে সোনাগাজী মানুষের খোঁজ খবর নিতে উপকূলীয় অঞ্চল পরিদর্শন করেছেন ফেনী-০৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এসময় তিনি সোনাগাজীর চরচান্দিয়া ও সদর ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকায় মানুষের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি যেকোন ধরনের বিপদ এড়াতে সবাইকে নিরাপদ আশ্রয় যাওয়ার অনুরোধ করেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল প্রস্তুতি বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।
ফেনী উপকূলে ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাবে স্বাভাবিক উচ্চতার চেয়ে উঁচুতে পানি প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অনুযায়ী এ উপকূলে ৯ নম্বর মহা বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
‘বুলবুল’র প্রভাবে সকাল থেকে জেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু হেনা জানান, ফেনী উপকূলে সন্ধ্যার পর বুলবুল আঘাত হানতে পারে।
ছবিঃ সাইফুদ্দিন মিহির