করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে গণপরিবহণ বন্ধ থাকায় বিপাকে পড়েছে চালকরা। তাই তাদের সহায়তার লক্ষ্যে সোনগাজীর চরচরদরবেশ ইউনিয়নের ৮২জন সিএনজি অটোরিকশা চালককে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহায়তা প্রদান করা হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) ইউনিয়নে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম ভুট্টো তালিকাভুক্ত এসব সিএনজি অটোরিকশা চালকদের সহায়তা তুলে দিয়েছেন।
বিতরণ প্রসঙ্গে চেয়ারম্যান জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনাক্রমে আমার ইউনিয়নে নিম্ন আয়ের সিএনজি অটোরিকশা চালকদের তালিকা করা হয়েছিল। তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদকে সহায়তা বরাদ্দ দেয়। আজ বরাদ্দ মোতাবেক প্রাপ্ত সহায়তা তাদের মাঝে বিতরণ করা হয়। তিনি বলেন, প্রত্যেককে চাল ও আলু খাদ্য সহযোগিতা হিসেবে প্রদান করা হয়।
তিনি বলেন, করোনাভাইরাস সৃষ্ট দুর্দিনে আমি চেষ্টা করছি গরীব-অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।