রাষ্ট্রবিরোধী বক্তব্যের কারণে নেত্রকোণা থেকে ‘‘শিশুবক্তা’’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রইসুল আজমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন।
রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের মামলায় তাকে আটক করা হয় বলে জানা যায়।
গত ২৫ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর শাপলা চত্বরে মোদি বিরোধী বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করেছিল পুলিশ। পরে অবশ্য রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।
রফিকুল ইসলাম রাজধানীর বারিধারায় মাদানী এভিনিউয়ের পাশে অবস্থিত জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়েছেন। এ ছাড়া তিনি বিএনপি-জামায়াত জোটের শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহ-সভাপতি।