সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যার পানির তীব্র স্রোতে ছাগলনাইয়া-বক্সমাহমুদ আঞ্চলিক সড়কের ছাগলনাইয়া পৌর এলাকার হিছাছরা ব্রীজের গার্ড ওয়াল ভেঙ্গে পড়েছে। এতে ধ্বসে পড়ছে সড়ক ও আশপাশের বড় বড় গাছগুলো। এতে প্রধান সড়কের উপর নির্মিত ব্রীজটি হুমকির মুখে পড়েছে। এছাড়া সড়কে ফাটল সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অনিরাপদ হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কে প্রতিদিন মালামাল বহনকারী ভারী বাহনসহ মোটরসাইকেল ও শত শত সিএনজি অটোরিকশা চলাচল করে। বর্তমানে হিছাছরা ব্রীজের সামনে সড়কের ফাটল সৃষ্টি হওয়ায় স্থানীয়রা দুর্ঘটনার আশঙ্কা করছেন।
স্থানীয়রা আরও জানান, বন্যার সময় ব্রীজ ও সড়কের উপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হওয়ায় গার্ড ওয়াল ও সড়কের কিছু অংশ ধ্বসে পড়েছে। দ্রুত গার্ড ওয়ালটি পুননির্মাণসহ সড়ক সংস্কার করার পদক্ষেপ না নিলে যে কোন সময় হিছাছরা ব্রীজটি ভেঙে পড়ার সমূহ সম্ভবনা রয়েছে।
এ বিষয়ে জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল জানান, এ বিষয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।