স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাইয়ের ধ্বসে পড়া মাটির ঘরের চালের টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার আপন তিন বোনের বিরুদ্ধে। বন্যায় অন্য সবার মত প্রাণ বাঁচাতে সন্তানকে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন ছাগলনাইয়ার পাকিস্তান প্রাবাসী কপিল উদ্দিনের স্ত্রী সুলতানা আক্তার। পানি কমলে বাড়ি ফিরে এসে জানতে পারেন সাফিয়া আক্তার (৩৫), শাহেনা আক্তার (৪৫) ও পাখি আক্তার (৩০) নামে তার তিন ননদ ভেঙ্গে পড়ার ঘরের চালের টিনগুলো খুলে নিয়ে গেছে। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা বাসু হাজী বাড়ীতে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই বাড়ীর মৃত মুন্সি মিয়ার ৩ ছেলের মধ্যে পাকিস্তান প্রবাসী কপিল উদ্দিন পিতার হাতে তৈরী মাটির পুরাতন ঘরে বসবাস করতেন। তার অপর দুই ভাই নতুন ঘর বানিয়ে একই বাড়ীতে বসবাস করছে। বন্যায় মাটির ঘরটি ধ্বসে পড়লে তার বোনরা এসে টিনগুলো ভাগাভাগি করে নিয়ে গেছে।

কপিলের স্ত্রী সুলতানা অভিযোগ করে বলেন, আমার স্বামী প্রবাসে থাকার সুযোগে ননদ সাফিয়া, শাহেনা ও পাখি বিভিন্ন অজুহাতে আমার উপর অত্যাচার করে আসছে। বন্যায় আমাদের থাকার ঘরটি ভেঙে পড়লে তারা একসাথে বাড়ীতে এসে টিনগুলো খুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে আমি বাড়ি এসে বাধা দেওয়ার চেষ্টা করি। এসময় তারা আমাকে বাড়ি করে বের করে দেওয়ার ধমক দেয় ও ঘর বানাতে দেবেনা বলে শাসায়। এ ব্যপারে থানায় অভিযোগ করলে বাড়িতে পুলিশ এসেছিল।

এ বিষয়ে কপিল উদ্দিনের বোন সাফিয়া আক্তারের কাছে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে দৈনিক ফেনীকে জানান, ঘরটি আমার বাবার। এতে আমাদের ৫ বোন ও ৩ ভাইয়ের অংশ রয়েছে। হিস্যা অনুযায়ী আমি আমার অংশের টিনগুলো হিসাব করে নিয়ে এসেছি।