করোনা মহামারীর কারনে দীর্ঘদিন শ্রেনী কার্যক্রম বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে পুনরায় স্ব-শরীরে ক্লাস শুরু করেছে ফেনী ইউনিভার্সিটি। দীর্ঘদিন পর শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকার্যক্রম পরিদর্শন করেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট আলাউদ্দিন আহমেদ চৌধুরী(নাসিম) ও ফেনী ২ আসনের সংসদ সদস্য ও সদস্য নিজাম উদ্দিন হাজারী, ভাইস-প্রেসিডেন্ট এ.কে.এম সাহেদ রেজা,সদস্য সচিব ডা. এ.এস.এম. তবারুক উল্ল্যাহ চৌধুরী (বায়েজিদ)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক জাহানারা আরজু এবং জামাল উদ্দিন আহমেদ চৌধুরী মাসুদ।
এসময় অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ.এস.এম আবুল খায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন-আল-রশিদ, ডেপুটি রেজিস্টার মোঃ শাহ আলম, বিবিএ ফ্যাকাল্টির চেয়ারম্যান আবুল কাশেম ও অন্যান্য বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।